হাজার হাজার সার্চ। আর সম্ভাব্যভাবে ফাঁকা হয়ে যাওয়া ব্যাংক অ্যাকাউন্ট। তথাকথিত ‘পায়াল গেমিং ভাইরাল ভিডিও’–এর আড়ালে এটাই এখন বাস্তবতা। এই ট্রেন্ড শুধু ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করছে না, বরং সাইবার অপরাধীদের জন্যও একটি উন্মুক্ত খেলার মাঠে পরিণত হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যা গুজব হিসেবে শুরু হয়েছিল, তা দ্রুতই রূপ নিচ্ছে একটি গুরুতর অনলাইন নিরাপত্তা হুমকিতে।
গত দুই দিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এমন দাবি যে জনপ্রিয় ভারতীয় গেমিং ইউটিউবার পায়াল গেমিং (আসল নাম: পায়াল ধারে)–কে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও প্রকাশ পেয়েছে। ভিডিওটিকে অনেক জায়গায় “এমএমএস ভিডিও” বলে বর্ণনা করা হচ্ছে। বিভিন্ন প্ল্যাটফর্মে দ্রুত ছড়িয়ে পড়া এসব পোস্ট ঘিরে শুরু হয় জল্পনা, মিম এবং ব্যাপক বিভ্রান্তি।
বিতর্ক তীব্র হওয়ার পর পায়াল নিজেই সামাজিক মাধ্যমে বিষয়টি স্পষ্ট করেন। তিনি জানান, ভিডিওটি এআই-নির্মিত (ডিপফেক) এবং সম্পূর্ণ ভুয়া। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, তাঁর পরিচয় ও ভাবমূর্তি অপব্যবহারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Media News BD medianewsbd.site

